ফরিদগঞ্জে দানব ট্রাকের নিচে পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্য
চাঁদপুরের ফরিদগঞ্জে ভাটিয়ালপুর চৌরাস্তায় ট্রাক চালকের বেপরোয়া গতির কাছে হার মেনে জীবন প্রদীপ নিবে গেলো মাদ্রাসা ছাত্র তামিমের।
এভাবে প্রতিনিয়ত ঝরে পড়ছে অসংখ্য অগনিত তাজা প্রান।
গতকাল তেমনি বেপরোয়া গতির কারনে বালির ট্রাকের নিচে পৃষ্ট হয়ে চলে গেলো ভাটিয়ালপুর চৌরাস্তায় বসবাসরত বেদে গোষ্ঠীর মাদ্রাসায় পড়ুয়া তামিম নামের নিস্পাপ একটি শিশু।
দুপুরে মাদ্রাসা হতে ঘরে এসে ভাত না খেয়েই মায়ের জন্য সামান্য সওদা আনতে গিয়ে চৌরাস্তায় দানব বালুবাহী ট্রাকের নিচে পৃষ্ট হয় ছেলেটি।প্রত্যক্ষদর্শীরা জানান বালুবাহী ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ছেলেটির নিচের অংশ থেতলে যায়। পরে ঢাকায় নেয়ার পরেই ছেলেটি চলে যায় আপন ঠিকানায়।
এক স্থানিয় প্রত্যক্ষদর্শি জানায় ছেলেটি প্রতিদিন আমার দোকানের সামনে দিয়ে মায়ের হাত ধরে মাদ্রাসায় যেতো। মায়ের কাছে বায়না ধরতো কিছু কিনে দেওয়ার জন্য।
কোন মায়ের কোল যেনো এভাবে আর খালি না হয়।
ছেলেটির বিভৎস এক্সিডেন্ট দেখে তার সহপাঠী কয়কজন সেন্সলেস হয়ে পড়ে,তার চোখের সামনেই এই দূর্ঘটনা ঘটে।
নিষ্পাপ শিশুটিকে আল্লাহপাক জান্নাত দান করুক।