চাঁদপুরের মেঘনায় বিপদসীমার ২১ সেন্টিমিটার উপরে পানি, নিম্নাঞ্চল প্লাবিত
চাঁদপুরের মেঘনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শুক্রবার সন্ধ্যা ছয়টায় পরিমাপ অনুযায়ী, নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
হঠাৎ এই জোয়ারের কারণে হাইমচর উপজেলার চরভাঙ্গা, কৃষ্ণপুর, লামচরি, উত্তর চর ভৈরবী, পাড়াবোগুলা ও জালিয়ার চর গ্রামের অনেক বাড়ির আঙিনা ও গ্রামের রাস্তা পানিতে তলিয়ে গেছে যেতে দেখা গেছে। শুধু তাই নয়, স্থানীয় কৃষিজমিও পানিতে ডুবে গেছে।
বিস্তারিত আসছে….